ফরিদপুরের আলফাডাঙ্গায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুমন মোল্যা (২৫) নামের এক ব্যাক্তিকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৮ মে) দিবাগত রাত ১ টার দিকে উপজেলার বেঁজিডাঙ্গা ব্রিজের উপর থেকে ওই ব্যাক্তিকে আটক করা হয়। সুমন মোল্যা আলফাডাঙ্গা উপজেলার জাটিগ্রামের শের আলী মোল্যার ছেলে। রবিবার (৯ মে) ফরিদপুর জেলা পুলিশ এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে।
পুলিশ জানায়, ওই কিশোরী উপজেলার জাটিগ্রামে তার মামাবাড়ি থেকে পড়ালেখা করতো। গত ৩০ এপ্রিল দুপুরে প্রতিদিনের মতো বাড়ির পাঁশে একটি পুকুরে গোসল করতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে অভিযুক্ত সুমন তাকে ধর্ষণ করে। পরে ভুক্তভোগী বাড়ি গিয়ে পরিবারকে বিষয়টি খুলে বলে। এসময় তার অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে দ্রুত আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে পরিবারের লোকজন। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে সেখানে ওই কিশোরীকে ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) স্থানান্তর করা হয়। এ ঘটনায় গত ১ মে কিশোরীর মামা বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় সুমন মোল্লাকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর থেকেই পলাতক ছিলেন অভিযুক্ত সুমন মোল্লা।
Leave a Reply