সাতক্ষীরা দেওয়ানি কোর্টের পিয়ন হয়েও পেশকার পরিচয়ে চাঁদাবাজী নাম ধারী আলমগীর হোসেন এলাকায় ত্র্যাসের রাজত্ব কায়েম গড়ে তুলেছে বলে জানা গেছে। বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ায়,নিজে বাচার জন্য বিভিন্ন মহলে দৌড় ঝাপ শুরু করেছে। উল্লেখ্য থাকে যে, সাতক্ষীরার পাটকেলঘাটায় জমা জমি বিরোধের জের ধরে দিন দুপুরে হত্যার হুমকি দিয়ে দেশিয় অস্ত্রে সজ্জিত হয়ে সন্ত্রাসী বাহীনি নিয়ে।বিভিন্ন সূত্রে জানা যায়, সাতক্ষীরা দেওয়ানি কোর্টের জারিকারক হয়েও পেশকার পরিচয়ে চাঁদাবাজী নামধারী আলমগীর হোসেন এলাকায় ত্র্যাসের রাজত্ব গড়ে চলতি বছরের (২২) অক্টোবর দুপুর ২টায় পাটকেলঘাটার তৈলকুপী গ্রামের ঈদগা সংলগ্ন নাজিমুদ্দিন গাজীর বাড়ীর সামনে ভয়ভীতি দেখিয়ে সরকারি রাস্তা ও অন্যের বসত বাড়ী দীর্ঘদিন যাবত জবর দখলের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী একই এলাকার মোসলেম সরদার জানান, আমার বসত ভিটার সামনে সরকারি রাস্তা সংলগ্ন আধা শতক ও বাড়ির পিছনে ২ শতক জমি দখল নিতে বিভিন্ন সময়ে হামলা-মামলার হুমকি ধামকি দিয়ে আসছে লিয়াকত গংএর সদস্যরা। সন্ত্রাসীরা হলো তৈলকুপী গ্রামের লেয়াকাত গাজীর পুত্র সাতক্ষীরা দেওয়ানি কোর্টের জারিকারক আলমগীর গাজী(৪৫) যুবদল ক্যাডার শাহিনুর গাজী (৪০) ও ফুফুতো ভাই জাহাঙ্গীর গাজী (৩৮), পারভেজ গাজী (১৮) পারুল বেগম(৩৫) সঙ্ঘবদ্ধ ভাবে দেশীও অস্ত্র প্রদর্শন করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করে। এসময় আমি বাধা দিলে আমাকে ও আমার পুত্র মিজানুর রহমান (৪০) কে হত্যার উদ্দেশ্য দলবদ্ধভাবে হামলা চালানোর চেস্টা করে। আমার ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। নাম প্রকাশে একাধিক অনিচ্ছুক ব্যক্তি জানান, জারিকারক আলমগীরের বিরুদ্দে নাশকতা মামলা সহ বিভিন্ন মামলার তদবির করিয়ে দেবে বলে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে ঘেরের মাছ ও অর্থনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। যেটা নিয়ম বহি:ভূত। নাম প্রকাশে একাধিক অনিচ্ছুক ভুক্তভোগী ব্যাক্তী জানান, আমাদের কাজ না করে দেওয়ায় এক পর্যায়ে সাতক্ষীরা দেওয়ানি কোর্টের পেশকার দাবিদার আলমগীরের নিকট টাকা ফেরত চাইলে তিনি বিভিন্ন মামলায় ঢুকিয়ে দেওয়ার হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদান করে থাকেন। খোজ নিয়ে জানাগেছে, সাতক্ষীরা দেওয়ানি কোর্টের জারিকারক আলমগীর হোসেন (৪৫) নিজেকে পেশকার দাবী করে এলাকায় ক্ষমতার দাপট দেখিয়ে নিজেকে পেশকার জাহির করতে মরিয়া হয়ে উঠেছে। তার সহদর যুবদল ক্যাডার শাহিনুর ও জাহাঙ্গীর বিভিন্ন মানুষকে ভয়ভীতির দেখানো সহ জমি দখলের অভিযোগ আছে। সাম্প্রতিক সরকার গেজেট পাস করেছেন যে মুল দলিল যার জমি তার এই কথা মানতে নারাজ জারিকারক হয়ে পেশকার দাবীদার আলমগীর গাজী। এই বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য একাধিক বার ফোন দিয়ে তিনি ফোন রিসিভ করেননি।
Leave a Reply