হঠাৎ গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগি প্রচণ্ড ভাবে আঘাত হেনেছে ফিলিপাইনের মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশের উপর। এই ঝড়ের তাণ্ডবে দেশটির হাজার হাজার মানুষ জরুরি আশ্রয় কেন্দ্রে জায়গা নিয়েছে। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় মেগির প্রভাবে দেশ জুড়ে ভারী বর্ষণে শুরু হয়েছে।
এতে ভূমিধস এবং বন্যায় এ পর্যন্ত ২৪ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির দক্ষিণ ও মধ্যাঞ্চলে আরও অনেক বাড়িঘর, রাস্তাঘাট এবং অন্যান্য স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফিলিপাইনীয় জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, হঠাৎ রোববার ঝড়ের প্রভাবে ভারী বর্ষণ শুরু হয়। যার ফলে সৃষ্ট বন্যায় অনেক বাড়িঘর, আবাদি জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কিছু কিছু এলাকায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন ও হাজার হাজার মানুষ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।
জাতীয় দুর্যোগ সংস্থা বলছে, মেগির তাণ্ডবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশ। এই প্রদেশের চারটি গ্রামে ভূমিধসে অন্তত ২১ জনের প্রাণ গেছে বলে বেবে নগরীর দুর্যোগ কর্মকর্তা রাইসে অসতেরো বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন।
দেশটির জাতীয় দুর্যোগ সংস্থা বলেছে, দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপের লেইতে এলাকায় আরও তিনজন নিহত হয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের পোস্ট করা ছবিতে দেখা গেছে, লেইতের বুঙ্গা এলাকার কয়েকটি বাড়িঘর কাদামাটিতে চাপা পড়েছে।
মধ্যাঞ্চলীয় লেইতে প্রদেশের স্থানীয় বাসিন্দারা ভিটাংকোল এএফপিকে বলেছেন, গতকাল তুমুল বৃষ্টি হয়েছে। ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে টানা বর্ষণ হয়েছে।
সামুদ্রিক দুর্যোগপ্রবণ ফিলিপাইনে চলতি বছরে প্রথম কোনো বড় ঝড় হিসেবে আঘাত হেনেছে মেগি। স্থানীয়ভাবে এই ঝড় আগাটন নামে পরিচিত।
ঝড়ের প্রভাবে সমুদ্র উত্তাল হয়ে ওঠায় দেশটির কয়েকটি বন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া এই ঝড়ের কারণে চলতি বছরে ভ্রমণের অন্যতম ব্যস্ত সময়ের শুরুতে প্রায় ৬ হাজার মানুষ আটকা পড়েছেন।
সূত্র: এএফপি।
Leave a Reply