দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হাসানুর রহমান কর্তৃক স্টেশন জামে মসজিদ কমিটির মুসল্লিদেরকে শারীরিকভাবে লাঞ্চিত ও মসজিদের জায়গা জবর দখল করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসীর ।গতকাল (১৫ অক্টোবর) রোববার বেলা ১২টায় উপজেলা পরিষদ চত্তরে মানববন্ধনে বক্তারা বলেন, রেল কর্তৃপক্ষের অনুমোতি নিয়ে প্রায় ৪০ বছর ধরে ‘‘স্টেশন জামে মসজিদ’’ রেল গুমটিতে অবস্থিত রেলের পুকুরে মাছ চাষ করে, মসজিদ পরিচালনা করে আসছে। মসজিদ নিয়ন্ত্রিত পুকুর পাড়ে গত শনিবারে ওয়ার্ড কাউন্সিলর হাসানুর রহমান দোকান ঘর নির্মান করার চেষ্টা করে। মসজিদ কমিটির লোকজন বাঁধা দিতে গেলে কাউন্সিলর সহ তার লোকজন মসজিদ কমিটির লোকজনের উপর চড়াও হয়। এমনকি মুসল্লিদেরকে শারীরিকভাবে লাঞ্চিত করে। আমরা মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষন পূর্বক এই ওয়ার্ড কাউন্সিলরের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি। মানববন্ধনে রেল স্টেশন জামে মসজিদ কমিটির সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান লাজুসহ প্রায় শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করেন। এ সময় প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply