ফেনী শহরের সুফি সদর উদ্দিন সড়কের একটি বাসা থেকে মো. সোহেল (৩৫) নামে এক দুবাই প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোহেলের স্ত্রীর খোঁজ না পাওয়ায় পুলিশের সন্দেহ, তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকতে পারেন।
আজ শুক্রবার দুপুরে ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা গ্রামে। তার বাবার নাম আবুল কালাম। গত দেড় বছর ধরে তিনি স্ত্রী শিউলী আক্তার এবং দুই সন্তান রিহান (৭) ও জান্নাতকে (৪) নিয়ে ফেনীতে ভাড়া বাড়িতে বসবাস করছিলেন।
তাদের প্রতিবেশীরা জানিয়েছেন, আজ সকালে হত্যাকাণ্ডের বিষয়টি জানাজানি হয়। গতকাল রাতেই শিউলী তার দুই সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেছেন।
সোহেলের চাচাতো ভাই ফাহাদ উদ্দিন মাহমুদ জানান, সোহেল প্রায় ১২ বছর দুবাই ছিলেন। এর মধ্যে আসা-যাওয়া করতেন। আট বছর আগে চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ ইউনিয়নের খাজুরিয়া গ্রামের বাসিন্দা শিউলী আক্তারের সঙ্গে তার বিয়ে হয়। দেড় বছর আগে সোহেল দেশে এসে ফেনী শহরের সুফি সদর উদ্দিন সড়কের একটি বাসা ভাড়া নেন। স্ত্রী-সন্তানদের সেখানে রেখে সোহেল আবারও দুবাই চলে গিয়েছিলেন।
দেড় মাস আগে দেশে ফিরে আসেন। কী কারণে তাকে হত্যা করা হতে পারে সে বিষয়ে কিছু জানাতে পারেননি ফাহাদ।
মো. নিজাম উদ্দিন আরও বলেন, আজ সকাল ১১টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার পর থেকে দুবাই প্রবাসীর স্ত্রী পলাতক। সঙ্গে তিনি দুই সন্তানকেও নিয়ে গেছেন। পুলিশ তদন্ত করছে।
Leave a Reply