ফেনীর বিদ্যুৎ উপকেন্দ্রের গ্রিডে আগুন লেগেছে। এতে পুরো জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে আটটার পরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাত পৌনে নয়টার দিকে ফায়ারসার্ভিস জানায় তারা ঘটনাস্থলে যাচ্ছে।
ফেনী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী শহিদুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, হঠাৎ করে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়। এরপরই সেখানে আগুন লাগে। এতে এলাকার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।
তিনি জানান, আধা ঘণ্টার মধ্যে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদ্যুৎ বিভাগ।
Leave a Reply