ফ্রান্সে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। আহত আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো মঙ্গলবার এক টুইট বার্তায় এই তথ্য জানান।
ম্যাক্রো টুইটে আরো বলেন, তারা জীবন বাঁচাতে সকল ধরনের ঝুঁকি নিয়েছে।
দেশটির কর্মকর্তারা জানান, আল্পস পর্বতে মঙ্গলবার সন্ধ্যা নাগাদ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। এতে ছয়জন আরোহী ছিলেন। জানা যায়, বেসরকারি কোম্পানির ওই হেলিকপ্টারটি একটি প্রশিক্ষণে অংশ নিতে যায়।
ম্যাক্রো টুইটে আরো জানায়, হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় পুরো জাতি শোকাহত।
দুর্ঘটনার পর ওই এলাকায় তিনটি হেলিকপ্টারে করে ৪০ জন উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে। কুশায়া ও খারাপ আবহাওয়ার কারণে তারা এখনও ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। তবে বেশ কয়েকজন উদ্ধারকারীসেখানে পায়ে হেঁটে পৌঁছানোর পর তারা বিধ্বস্ত হেলিকপ্টারের আহত পাইলটকে উদ্ধার করতে সক্ষম হন। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জেরাল্ড দারমানিন জানিয়েছেন, তিনি বুধবার ঘটনাস্থল পরিদর্শন করবেন।
Leave a Reply