জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের শিগগিরই দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধুর দুই খুনি বিদেশে পলাতক অবস্থায় আছে। সে সব দেশের সরকারের সঙ্গে আলোচনা চলছে। দ্রুত তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে। একইসঙ্গে বাকি দুই খুনির খোঁজ পাওয়া যায়নি। তাদের খোঁজও চলছে। তাদের খুঁজে পেলে বিচারের মুখোমুখি করা হবে।’
রবিবার (১৫ আস্ট) রাজধানীতে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পার্টি আয়োজিত এক স্মরণসভা ও খাবার বিতরণ অনুষ্ঠানে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে একটি গোষ্ঠী বাংলাদেশকে পাকিস্তানে ফিরিয়ে আনতে চেয়েছিল। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা দেশে ফিরে আসার পর তাদের স্বপ্ন ধ্বংস হয়ে গেছে।’
তিনি বলেন, ‘২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার চেষ্টা ও ১৭ আগস্ট সারাদেশে একযোগে বোমা হামলা করে জঙ্গিরা নিজেদের অস্তিত্ব জানান দিয়েছিল। শেখ হাসিনার নেতৃত্বে তাদের বিচারের আওতায় এনে বিচার করা হয়েছে।’
একই সাথে জঙ্গিদের নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির ভাইস-চেয়ারম্যান সালমা হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম, শ্যামপুর থানা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন প্রমুখ।
Leave a Reply