জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিরা এখনো দেশ বিরোধী নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না। তিনি সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন বঙ্গবন্ধু বাঙালি জাতির মুক্তির জন্য ১৪ বছর কারাবরণ করেছেন। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে একের পর এক মেগা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে বঙ্গবন্ধু বেঁচে থাকলে আরো আগেই একটি উন্নত দেশে পরিণত হতো। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে ১৫ ই আগস্ট মঙ্গলবার রাজশাহী বিভাগীয় খিলগাঁও দারুশা প্রেসক্লাবে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।উক্ত অনুষ্ঠানে জাকির হোসেনের সঞ্চালনায় ও আতিকুর রহমান (আতিক) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ জুয়েল হুসাইন উপদেষ্টা মন্ডলীর সভাপতি, খিলগাঁও প্রেসক্লাব রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় কমিটি।আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক জাকির হোসেন-জাতীয় সাংবাদিক সংস্থার রাজশাহী জেলার সহ -সভাপতি ও জাতীয় পত্রিতা দৈনিক বাংলার সময় এর রাজশাহী জেলার বিশেষ প্রতিনিধি ও সাপ্তাহিক জাতীয় পত্রিকা তথ্যবাণী রাজশাহী জেলা প্রতিনিধি,আরো ছিলেন,ঝর্ণা খাতুন,হালীম কাজী,এনামুল ইসলাম,হাসান আলী, মাহবুব ইসলাম,গোলাম রসুল, সহ খিলগাও প্রেস ক্লাবের রাজশাহী বিভাগীয় কেন্দ্রীয় কমিটির সকল সদস্যবৃন্দ।অতিথিরা তাদের বক্তব্যে বলেন,জাতির পিতা বঙ্গবন্ধু চলে গেলেও তার আদর্শ এখনো টিকে আছে । কেয়ামত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ । কেননা তিনি ছিলেন একটি জাতির স্বপ্নের স্বপ্নদ্রষ্টা এবং তিনি স্বাধীনতার স্থপতি । যতদিন এ রাষ্ট্র থাকবে ততদিন অমর তিনি । সমগ্র বাঙালি জাতিকে তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রেরণায় প্রস্তুত করেছিলেন ওই উপনিবেশিক শাসক-শোষক পাকবাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় মাওলানা মোঃ হালিম কাজী দোয়া পরিচালনা করেন।
Leave a Reply