মঙ্গলবার, ডিসেম্বর ১ বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মোট সাতটি ক্যাটাগরিতে এই টুর্নামেন্টের পুরষ্কার দেয়া হবে।
চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্য পাবেন দেড় লাখ টাকা করে। আর রানার্স আপ দলের প্রতি সদস্য পাবেন ৭৫ হাজার টাকা করে।
সেই সঙ্গে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ৩ লাখ টাকা। আর ফাইনালের সেরা খেলোয়াড়ের ঝুলিতে যাবে ১ লাখ টাকা।
টুর্নামেন্টের সেরা বোলার এবং ব্যাটসম্যান এবং বোলারদের জন্যও থাকছে মোটা অঙ্কের প্রাইজমানি। টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান পাবেন ২ লাখ টাকা।
সমান সংখ্যক প্রাইজমানি পাবেন টুর্নামেন্টের সেরা বোলারও। বিশেষ পারফরম্যান্সের জন্য ৪ জন ক্রিকেটারকে পুরস্কৃত করা হবে। তারা প্রত্যেকে পাবেন ১ লাখ টাকা করে।
Leave a Reply