নোয়াখালীর দক্ষিণে সাগরে মাঝে গড়ে উঠা দ্বীপকে আধুনিকতায় গড়ে তুলছেন হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও প্রাক্তন এমপি মোহাম্মদ আলী এবং আয়েশা ফেরদৌস এমপি । অবহেলিত এই উপজেলার অসংখ্য পাকারাস্তা, স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির সহ ব্যাপক সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন করছেন ।এবং নদী ভাঙ্গন রোধে ব্লক দিয়ে টিকিয়ে রেখেছেন এই দ্বীপটাকে । এক সময় হাতিয়া উপজেলাতে জলদস্যু বনদস্যু ও ডাকাতের আস্তানা ছিলো তা বর্তমানে নিধন করছেন। তাছাড়া হাজার হাজার বেকার ছেলে মেয়েদের সরকারি চাকুরীর সুযোগ করে দিয়েছেন । অন্য দিকে হাতিয়া উপজেলা আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ সহ সহযোগী সংগঠন গুলোর নেতৃবৃন্দরা মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদৌস এমপির নেতৃত্বে সব সময় ঐক্যবদ্ধ।
স্থানীয়রা জানান- এমপি সাহেব আমাদের ব্যাপক উন্নয়ন করছে, যার জন্য সবাই মোহাম্মদ আলী সাহেব কে দ্বীপ বন্ধু হিসেবে চিনি
হাতিয়ার কয়েকজন ব্যবসায়ী জানান -আমাদের বেশির ভাগ করতে হয় বিদ্যুৎ দিয়ে, একসময় বিদ্যুৎ পেতাম শুধু বিকালে বা রাতে বর্তমানে ২৪ ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি যার কারণে আমরা সঠিক সময়ে কাজ করতে সক্ষম হয়েছি।
অন্য দিকে স্থানীয় পথচারীদের সাথে কথা হলে তারা জানান – এক সময় আমরা কোথাও যেতে হলে সময় মতো গাড়ি পেতাম না বর্তমানে রাস্তা ঘাটের মান উন্নয়নের ফলে সঠিক সময়ে গাড়ি পাচ্ছি এবং সময় মতো গন্তব্যে পৌঁছাতে পারছি।।
হাতিয়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মহিব উল্যাহ মুহিন জানান- আজকের হাতিয়া বদলের যাওয়া পিছনে সবচেয়ে বড় অবদান রয়েছে হাতিয়ার গরীব দুখি অসহায় মানুষের প্রাণ প্রিয় নেতা ও দ্বীপ বন্ধু মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদৌস এমপির। যার হাত ধরে বর্তমানে এগিয়ে যাচ্ছে হাতিয়া উপজেলা এবং এগিয়ে যাবে ইনশাআল্লাহ।
আমাদের সাথে কথা হয় হাতিয়ার উপজেলা ছাত্রলীগের সভাপতি -আব্দুর রাজ্জাকের সাথে -তিনি জানান- আমরা যারা তরুণ ছাত্রনেতা রয়েছি, তারা সবাই মোহাম্মদ আলী সাহেবের হাতে গড়া যার অনুপ্রেরণাতে আমরা আজ হাতিয়া রাজনীতি করতে পেরেছি। আর আমাদের হাতিয়ার আধুনিক ভাবে গড়ার কারিগর হলেন এমপি সাহেব।
তাছাড়া মোহাম্মদ আলী ও আয়েশা ফেরদৌস এমপির নতুন রুপে গড়ে উঠেছে দ্বীপ অঞ্চল। পৌঁছে গেছে সর্বত্র বিদ্যুৎতের আলো।
Leave a Reply