“শিক্ষার আলো ছড়াবো মোরা ” এ প্রতিপাদ্য কে ধারন করে বন্ধু মহল ব্লাড ডোনার, নোয়াখালী টিম এগিয়ে এসেছে নোয়াখালী সদর উপজেলার বাসীন্ধা পৌরকল্যান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনির শিক্ষাথী কাছে।
আমাদের দেশে অনেক শিক্ষার্থী রয়েছে যারা আর্থিক সমস্যা কথা বলতে ও পারে না, পারে না কাউকে জানাতে দরকার সমূহ তারাই মধ্যবিও৷
আজ বন্ধু মহল টিমের উপদেষ্টা ডাঃ সৈয়দ আজিম স্যার এর পরামর্শে ছোট একটা উদ্যোগে একজন শিক্ষার্থীকে প্রয়োজনীয় গাইড বই সমূহ উপহার দিলো বন্ধু মহল ব্লাড ডোনার নোয়াখালী।
সদস্যবৃন্দরা আহব্বান জানায় আসুন না সবাই সবার নিকট তম ছোট ভাই বোনের খোজ করি, তাদের পড়ালেখা বিষয় নিয়ে জানি। সামান্য কিছু অর্থের অভাবে তাদের পড়ালেখা বন্ধ হতে না দি আমরা, হোক আজ এটা পণ।
তারা আরো বলেন, আমরা বন্ধু মহল টিম সব সময় মানবিক কাজের স্বপ্ন দেখি, স্বপ্ন দেখাই।
Leave a Reply