বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া গ্রামে স্বামীকে হত্যার ভয় দেখিয়ে টানা চার বছর এক গৃহবধূকে ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ওই গৃহবধূকে মেডিকেল পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর আগে সকালে নির্যাতনের শিকার গৃহবধূ হিজলা থানায় মামলা করেন। মামলায় গৃহবধূর প্রতিবেশী হিজলার বড়জালিয়া ইউনিয়নের বাউশিয়া জামাল সরদারকে আসামি করা হয়েছে।
মামলায় গৃহবধূ অভিযোগ করেন, তার স্বামী মৎস্যজীবী। সাড়ে চার বছর আগে তাদের বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর থেকে তাকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন জামাল সরদার।
এরপর একদিন রাতে তার স্বামী নদীতে মাছ ধরতে যান। সেই সুযোগে জামাল সরদার ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় গৃহবধূ কৌশলে বের হয়ে পালিয়ে যান। তখন জামাল সরদার তার পিছু নেন এবং বলেন বাধা দিলে তার স্বামীকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেয়া হবে।
এরপর গৃহবধূকে প্রায় ধর্ষণ করতেন জামাল সরদার। এভাবে কয়েক মাস পেরিয়ে গেলে গৃহবধূকে বিয়ের আশ্বাস দেন জামাল সরদার। এর মধ্যে একদিন ধর্ষণের দৃশ্য মুঠোফোনে ধারণ করেন জামাল। পরে ধর্ষণের ভিডিও ইন্টারনেটসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ধর্ষণ করে আসছিলেন। এক মাস আগে জামাল সরদারের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় গৃহবধূকে দেখেন স্বামী। এরপর গৃহবধূকে মারধর করে স্বামী বাড়ি থেকে তাড়িয়ে দেন।
এসব অভিযোগ উল্লেখ করে বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূ বাদী হয়ে হিজলা থানায় জামাল সরদারকে আসামি করে মামলা করেন।
Leave a Reply