পৃথিবী নামের এই গ্রহের শান্তির জন্য আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির স্বার্থে এই সম্পর্ক আরো শক্তিশালী ও উন্নত করার জন্য বাংলাদেশের সঙ্গে সামরিক সহযোগিতা শক্তিশালী করতে প্রস্তুত আমরা। রাশিয়ার উপপ্রতিরক্ষামন্ত্রী আলেক্সান্দার ফোমিন এক বৈঠকে এমন মন্তব্য করেছেন।
সোমবার (২৩ আগস্ট) বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ওয়াকার-উজ-জামানের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি। এ খবর দিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।
আলেক্সান্দার ফোমিন আরও বলেছেন, সামরিক এবং সামরিক প্রযুক্তি বিষয়ক সহযোগিতার ক্ষেত্রসহ আমাদের দুই দেশের মধ্যে সহযোগিতা উন্নত হচ্ছে। পৃথিবী নামের এই গ্রহের শান্তির জন্য আমাদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির স্বার্থে এই সম্পর্ক আরো শক্তিশালী ও উন্নত করার জন্য প্রস্তুত আমরা। জবাবে ওয়াকার-উজ-জামান রাশিয়ার উচ্চ শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠানে বাংলাদেশি সামরিক বাহিনীর সদস্যদের প্রশিক্ষণসহ সম্পর্ক গড়ে তোলার ওপর জোর দেন।
তিনি বলেন, আমরা আমাদের দুই রাষ্ট্রের মধ্যে সম্পর্ক শক্তিশালী করতে চাই। আমাদের মধ্যে প্রতিনিধি বিনিময়ের চর্চা আছে। কিন্তু আমাদের সম্পর্ক উন্নয়নের কাঠামোর মধ্যে এই সম্পর্ককে আরো শক্তিশালী করতে চাই। আমরা আমাদের সামরিক কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে এ সম্পর্ক আরো জোরদার করতে চাই।
Leave a Reply