পর্যটন, যোগাযোগ, সাংস্কৃতিক বিনিময়সহ বাংলাদেশের সাথে নেপালের ৪টি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল সোমবার রাতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে যান নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভান্ডারী। সেখানেই এই স্মারক সই হয়।
রাত ৯টার দিকে নেপালের রাষ্ট্রপতি বঙ্গভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এ সময় দুই দেশের আর্থ, সামাজিক উন্নয়নে পরস্পরকে সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারা। এসময় বাংলাদেশ ও নেপালের কয়েকজন মন্ত্রী ও সচিব উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে ও নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দিয়েছেন নেপালের রাষ্ট্রপতি। আজ মঙ্গলবার ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর পর তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।
Leave a Reply