চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের দুইটি যাত্রী আসনের সিটের পাশ থেকেই মিলল দশ কোটি টাকা মূল্যের একশত পঞ্চাশ পিস সোনার বার।
আজ সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইট থেকেই স্বর্ণগুলো উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম।
গোপন তথ্য মতে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথ অভিযানে পরিত্যক্ত অবস্থায় স্বর্ণগুলো উদ্ধার হয়েছে জানায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের সহকারী পরিচালক নুরুন্নাহার লিলি।
তিনি বলেন, বিমানের আসনের পাশের ‘এসি প্যানেলের’ ভেতর সুকৌশলে লুকানো স্বর্ণের বারগুলো পাওয়া যায়। বিমানটির ১৭-এ এবং ১৮-বি সিটের নিচে এসি প্যানেলে টেপ মোড়ানো অবস্থায় লুকানো ছিল এসব স্বর্ণ।
গোপন তথ্যে অভিযান পরিচালনাকালে স্বর্ণগুলো উদ্ধার করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি জানিয়ে সহকারী পরিচালক লিলি বলেন, এ চোরাচালানির সাথে কারা সম্পৃক্ত তা খতিয়ে দেখা হচ্ছে। প্রথমে কাস্টমস আইনে মামলা হচ্ছে। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে ফৌজদারি মামলা করা হবে বলেও তিনি জানিয়েছেন।
Leave a Reply