বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমানের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪ টার সময় ষ্টেশন বাজার এম এম শরীফ মার্কেটে অবস্থিত মেসার্স তাসনিয়া ট্রেডিং এর অফিসে দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বিএমএস এর খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক শাহিন আহমেদ এর সভাপত্বিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ- সম্পাদক প্রভাষক সেলিম হোসেন, তথ্য বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, সদস্য জাবেদ আলী, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ খান খোকন, সদস্য মনিরুল ইসলাম,আনিসুর রহমান শিকদার, আব্দুল হাকিম, অনিক দাস প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন খুলনা বিভাগীয় দপ্তর সম্পাদক জাকির হোসেন হৃদয়। দোয়া পরিচালনা করেন সদস্য ইবাদুৎ হোসেন। উল্লেখ্য, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান সন্ধ্যার সময় মোটরসাইকেল দূর্ঘটনায় পতিত হয়ে গুরুতর জখম হন। তিনি বর্তমানে খুলনার ফুলতলায় এ. গফুর মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি আছেন। তার সুস্থ্যতার জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির সকল বিভাগ ও জেলা এবং উপজেলার সাংবাদিক কাছে দোয়া কামনা করা হয়েছে।
Leave a Reply