বরিশালের বাকেরগঞ্জে অ্যাম্বুলেন্সের চাপায় রিপন (৩৮) নামের এক পথচারী নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল পৌনে ১০ টার দিকে বাকেরগঞ্জ উপজেলার বোয়ালিয়া এলাকার বরিশাল-পটুয়াখালী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন (৩৮) পার্শবর্তী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশাঙ্গল এলাকার মৃত চাঁন খানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম জানান, রিপর ও তার অপরভাই বাজার করে বোয়ালিয়া ব্রিজের ঢাল দিয়ে সড়ক পার হচ্ছিলো। এসময় বরিশালগামী একটি অ্যাম্বুলেন্স রিপনকে চাপা দেয়।
গুরুত্বর আহত অবস্থায় রিপনকে উদ্ধার করে স্বজনরা বরিশাল হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে যায়। তবে পথিমধ্যে তার মৃত্যু হলে মরদেহ বাড়িতে নিয়ে যায় স্বজনরা।
এদিকে দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি ফেলে রেখে এর লোকজন পালিয়ে গেছে।
Leave a Reply