নাটোরের বাগাতিপাড়ায় আখক্ষেত থেকে তপন কুমার (৪০)এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বাগাতিপাড়া সরকারী কলেজ ও মহিলা ডিগ্রী কলেজের পিছনের বিহারকোল মাঠ সংলগ্ন একটি আখক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত তপন পাশর্^বর্তী লালপুর উপজেলার চংধুপইল গ্রামের মৃত খিদিস চন্দ্্েরর ছেলে । জানা গেছে,বাগাতিপাড়া পৌরসভার মালঞ্চি বাজারে ঝাল-মুড়ি, বাদাম বিক্রি করত সে। বৃহস্পতিবার রাতে চা খাবার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি সে। অনেক খোঁজাখুজি করে তাকে না পাওয়া গেলে শুক্রবার সকালে বাগাতিপাড়া মডেল থানায় জিডি করে তার পরিবার। এরপর ওই আখ ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ওসি শফিউল আযম খাঁন বলেন, মরদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply