নাটোরের বাগাতিপাড়ায় উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম উপজেলা পর্যায়ে অবহিত করণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুটি পর্বে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পালের সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
কর্মসূচি প্রধান জি এম রুহুল আমীন এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন অহিদুল ইসলাম গকুল চেয়ারম্যান বাগাতিপাড়া উপজেলা পরিষদ, পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, নাটোর জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক মোহাঃ জালালুম বাঈদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নাটোর প্রতিনিধি জালাল উদ্দীন প্রমুখ।
উপানুষ্ঠানিক শিক্ষা আইনের সজ্ঞা দিয়ে উক্ত কর্মশালার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দেবী পাল বলেন, উপানুষ্ঠানিক শিক্ষা হলো ‘আনুষ্ঠানিক শিক্ষার বাইরে ঝরে পড়া ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধির উদ্দেশ্যে পরিচালিত এবং পদ্ধতিগতভাবে বিন্যস্ত শিক্ষন প্রক্রিয়া যা জীবনব্যাপী শিক্ষা পর্যন্ত বিস্তৃত।
Leave a Reply