নাটোরের বাগাতিপাড়ায় পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে নয় হাজার টাকা জরিমানা করেছে নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার সকালে নাটোর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপজেলার দয়ারামপুর বাজারে অভিযান পরিচালনা করে ওই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করে তা আদায় করে।
ওই অভিযানে নেতৃত্ব দেয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর বলেন, বাজার তদারকির অংশ হিসেবে উপজেলার দয়ারামপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
তাতে ওই বাজারের সবুজ কনফেকশনারী স্বত্তাধীকারী সবুজ আহম্মেদকে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ৫ হাজার টাকা এবং একই বাজার এলাকায় অবস্থিত সিয়াম কনফেকশনারি স্বত্বাধিকারী আশিকুর রহমান মিঠুকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের অপরাধে ৪ হাজার টাকাসহ সর্বমোট ৯ হাজার টাকা জরিমানা আরোপ করে তা আদায় করা হয়।
পরে সেখানে জনসচেতনতার জন্য লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
অভিযানকালে বাগাতিপাড়া মডেল থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
Leave a Reply