নাটোরের বাগাতিপাড়ায় বালুভর্তি ট্রাক উল্টে এক শ্রমিক নিহত হয়েছে। এতে রাস্তার পাশে বাড়িতে ঘুমন্ত অবস্থায় থাকা এক বৃদ্ধা বিমলা (৭৫) আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার ১৫ জুন ভোর পাঁচটার সময় বাগাতিপাড়া উপজেলার মালঞ্চী- দয়ারামপুরের মাঝামাঝি জয়ন্তীপুর (চিমনাপুর) এলাকায় দূর্ঘটনাটি ঘটে।
এসময় ঘটনাস্থলেই ট্রাকে চাপা পড়ে ট্রাকে থাকা এক শ্রমিকের মৃত্যু হয় এবং ড্রাইভারসহ আরও তিনজন আহত হন। নিহত শ্রমিক বিদুৎ (৩৫) পার্শ্ববর্তী রাজশাহীর বাঘা পৌরসভার উঃ মিলি বাঘা ৬ নং ওয়ার্ডের কৃষক মাসুদ রানার ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে বাগাতিপাড়া মডেল থানা পুলিশ উদ্ধার কাজ চালায়।
ওই ট্রাকের হেলপার জানান, নিহত বিদ্যুৎ ও তার বাসা একই এলাকায়, তারা বাঘা আলাইপুর ঘাট থেকে বালি নিয়ে বাগাতিপাড়া হয়ে লালপুরের ওয়ালিয়া বলু দিতে যাচ্ছিলেন, চিমনাপুর এলাকায় এসে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, পরে তারা স্থানীয়দের সহায়তা বালি খুড়ে তার মৃত লাশ বাহির করেন।
ঘটনার কিছু সময়ে মধ্যেই লাশের নিকটতম স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে থানার সাব-ইন্সপেক্টর আতাউরের নেতৃত্ব পুলিশের একটি টিম পাঠানো হয়। পরে মৃত শ্রমিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মৃতের পরিবারের কাছে খবর পাঠানো হয়েছে। পরবর্তিতে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।
Leave a Reply