নাটোরের বাগাতিপাড়ায় নাশকতার মামলায় উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এএসএম জাহাঙ্গীর হোসেন মানিককে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। বুধবার (৮ নভেম্বর) রাতে উপজেলার সাইলকোনা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে বাগাতিপাড়া থানা পুলিশ।
জাহাঙ্গীর হোসেন মানিকের ভাই ফাগুয়াড়দিয়াড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএসএম লেলিন বলেন, তার ভাই গত কয়েকদিন বাড়িতে ছিলেন না। ঘটনার দিন দুপুরে তিনি বাড়ি এসেছিলেন। এদিন সন্ধ্যার দিকে বাড়ির কাছের সাইলকোনা বাজারে চা খাওয়ার জন্য গেলে সেখান থেকে পুলিশ সদস্যরা তার বড় ভাইকে ধরে নিয়ে যায়। কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে প্রশাসন সেটিও জানায়নি। তার ভাইয়ের বিরুদ্ধে কোন প্রকার মামলা নেই বলেও জানান তিনি।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল আযম খাঁন বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন মানিক কে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, নাশকতার মামলায় বুধবার রাতে ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের সাইলকোনা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার (৯ নভেম্বর) আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
Leave a Reply