রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী পৌর বাজারে ৩টি দোকান থেকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
গতকাল (২২ জুলাই) শনিবার বেলা ১২টার সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি জুয়েল আহাম্মেদ ভোক্তা অধিকার ও সংরক্ষন আইনে আড়ানী পৌরবাজারে মেসার্স আল-শেফা ফার্মেসী থেকে মেয়াদ উত্তীর্ণ ওষধ রাখায় ৫ হাজার টাকা ও কাচাঁ বাজারে জিনিসের দাম বেশী নেওয়ায় মজিদ সহ ২ জন ব্যবসায়ীর ১ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভুমি জুয়েল আহাম্মেদ বলেন, ভোক্তা অধিকার ও সংরক্ষন আইনে আড়ানী পৌরবাজারে মেসার্স আল-শেফা ফার্মেসী থেকে মেয়াদ উত্তীর্ণ ওষধ রাখায় ৫ হাজার টাকা ও কাচাঁ বাজারে জিনিসের দাম বেশী নেওয়ায় মজিদ সহ ২ জন ব্যবসায়ীর ১ হাজার টাকা মোট ৬ হাজার টাকা ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জরিমানা আদায় করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন আড়ানী ভ’মি অফিসের নায়েব নওশাদ আলী।
Leave a Reply