শুকনো উঠোন খানি
গৃহ স্বামীর আগলে রাখা ধন
গৃহ বধূর বুক ভরা সংসার
কচি-কাচার কোমল খেলার মাঠ
তরুণ দাঁড়ায় প্রেমের যে পথ পরে
তরুণীদের স্বপ্ন ভরা প্রাণ
বৃদ্ধ তাহার জনম ভরা শ্রমে
বৃদ্ধা যাহা সঞ্চয়ে যোগালো
সকল গেলে ভেসে
দিশে হারার সহায় মেলে কিসে
আমার জানা নাই
প্রভু,
রক্ষা করো তুমি!
Leave a Reply