বান্দরবান জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মঞ্জুর আহমেদ এর বিরুদ্ধে ঘনিষ্ঠ নারীকে নিজের অফিস স্টাফ বানিয়ে ভূয়া প্রত্যয়ন দেয়ার অভিযোগ উঠেছে।
স্ত্রী’র পাওনা টাকা উদ্ধার করতে আর্থিক প্রতিষ্ঠান ব্যুরো বাংলাদেশ থেকে ঋন পাইয়ে দিতে রুবি প্রু মারমা নামে ঐ নারীকে গত ৯ জানুয়ারি জাল প্রত্যয়ন সনদ প্রদান করেন সরকারী এ কর্মকর্তা।
প্রত্যয়নে রুবী প্রু মারমা,স্বামী সুইথুইমং মারমা, মাতা ম্রানুপ্রু মারমা, সাং মধ্যম পাড়া ৫নং ওয়ার্ড বান্দরবান পৌরসভা, বান্দরবান পার্বত্য জেলা তিনি অত্র কার্যালয়ের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অর্গানাইজার (ডিপিও)হিসেবে অদ্যাবধি কর্মরত আছেন বলে উল্লেখ করা হয়। সহকারী পরিচালকের এই প্রত্যয়ন পত্র দিয়ে রুবি প্রু মারমা ব্যুরো বাংলাদেশ বান্দরবান শাখা হতে ৩ লক্ষ টাকা ঋন নিয়েছে।
তবে খোঁজ নিয়ে জানাগেছে, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বান্দরবান কার্যালয়ে রুবী প্রু মারমা নামে কোনো নারী কর্মরত নেই। ঘটনাটি জানাজানি হবার পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও তোলপাড় সৃষ্টি হয়।
বিষয়টি জানতে বৃহস্পতিবার গনামাধ্যমকর্মীরা জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মঞ্জুর আহমেদের কার্যালয়ে গেলে তিনি সাংবাদিকদের সঙ্গেও অশোভন আচরণ করেন। এছাড়াও জাল সনদে ঋণ প্রদানকারী আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন অভিযোগ দায়ের না করে নিজের কুকর্ম ঢাকতে সংবাদ প্রকাশে বাধা সৃষ্টি করার লক্ষে উল্টো তথ্য প্রদানকারী এক সাংবাদিকের বিরুদ্ধে থানায় জিডি দায়ের করেন এই কর্মকর্তা।
Leave a Reply