ফরিদপুরের বোয়ালমারীতে তুচ্ছ ঘটনায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। উপজেলার ময়না ইউনিয়নের ময়না গ্রামের নিরাপদ চক্রবর্তীর কলেজ পড়ুয়া মেয়ে ঋতু চক্রবর্তী রোববার ২টার দিকে বসত ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
ঋতু চক্রবর্তী বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের উচ্চ মাধ্যমিকের ২য় বর্ষের ছাত্রী।খবর পেয়ে বোয়ালমারী থানা পুলিশ সন্ধ্যায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়েছে।
বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক শুভ্রজিৎ পাল জানান, খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ফরিদপুর মর্গে প্রেরণের জন্য পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
Leave a Reply