নেত্রকোণার বারহাট্টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কমসূচির আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি, আধা- সরকারি, স্বায়ত্বশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিতভাবে উত্তোলন, সকাল ১০:০০টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন, বারহাট্টা থানা, মুক্তিযোদ্ধাকমান্ডসহ আরো অন্যান্য সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানের পুষ্পস্তবক অর্পন করেন।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে প্রামান্য চিত্র প্রদর্শন, চিত্রাংকন প্রতিযোগিতা, ভার্চুয়্যাল সভা, রচনা প্রতিযোগিতা, মসজিদে বিশেষ মোনাজাত, মন্দিরে প্রার্থনা, হাসপাতালে উন্নত খাবার পরিবেশন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহম্মাদ বাবুলের সঞ্চালনায় পুষ্পস্তবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
এছাড়াও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি), সানজিদা চৌধুরী, আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক কাজী আব্দুল ওয়াহেদ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল কবীর খোকন, সাংগঠনিক সম্পাদক দ্বীপক কুমার সাহা সেন্টু, কৃষি অফিসার মুহাইমিনুর রশিদ, মৎস্য অফিসার তানভীর আহম্মেদ, বারহাট্টা থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা প্রমুখ।
Leave a Reply