রাজধানীর গুলশানে বাসচাপায় বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধর (৩৫) নিহত হয়েছেন।
গতকাল বুধবার (২৮ জানুয়ারি) বিকালে নর্দ্দা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, বারিধারায় টেলিভিশন চ্যানেলটির কার্যালয় থেকে ডিউটি শেষে গোপাল তার মোটরসাইকেলে খিলক্ষেতের ভাড়া বাসায় ফিরছিলেন।
বিকাল সাড়ে ৪টার দিকে ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাস পেছন থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে গেলে চালক বাসটি তার কোমর ও পায়ের ওপর দিয়ে চালিয়ে দেন।
পথচারীরা প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে সন্ধ্যায় ৬টার দিকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক গোপালকে মৃত ঘোষণা করেন।
গুলশান থানার ওসি মো. আবুল হাসান বলেন, পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনায় গোপালের মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেছে।
Leave a Reply