সোমবার(২১ আগস্ট) বিকেলে বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এর আগে সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বকুল এমপির নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
সংসদ সদস্য বকুল বলেন, ২১শে আগস্ট ২০০৪ সালে সে সময়ের বিরোধীদলীয় নেতা ও আওয়ামী লীগ সভাপতি জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশে দেশের ইতিহাসের বর্বরতম গ্রেনেড হামলা চালানো হয়। হামলায় আইভী রহমানসহ অসংখ্যক নেতাকর্মী শহীদ হন। ১৫ আগস্টের হত্যার জন্য যেমন জিয়া দায়ী, তেমনি ২১ আগস্টের গ্রেনেড হামলার জন্য মাস্টার মাইন্ড কুখ্যাত তারেক জিয়া দায়ী। তাদের বিচার এ বাংলার মাটিতে করা হবে।
এমপি বকুল আরও বলেন, বিএনপি সুষ্ঠু নির্বাচন চায় না। সেজন্য তারা নির্বাচনে আসতে চায় না। তারা সন্ত্রাস করে ক্ষমতা দখল করতে চায়। বিএনপি দেশকে ধ্বংস করার জন্য আবারো অপচেষ্টা করছে। তাদের এ চেষ্টা কখনো সফল করতে দেয়া হবে না। বাংলার সাধারণ মানুষ তাদের এ চেষ্টা ব্যর্থ করবে। বিএনপি জনগণ থেকে বিচ্ছিন্ন বলে আজ সন্ত্রাসী কর্মকান্ড করছে। তারা মানুষের সুখ-শান্তি পচ্ছন্দ করে না। তাদের কাজই আগুন-সন্ত্রাসী করা। তাদের উদ্দেশ্য আর বাংলার মাটিতে সফল করতে দেয়া হবে না। আওয়ামীলীগ তাদের সন্ত্রাসের জবাব দেবে।
সমাবেশে উপস্থিত ছিলেন- নাটোর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইউনুস আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু,বাগাতিপাড়া
উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওহাব, দীপুক কুমার কুন্ডুসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
Leave a Reply