নীলফামারীতে মাত্র ৫ মিনিটের ব্যবধানে মারা গেছেন বিএমএসএস’র কেন্দ্রীয় নেতা তপন দাসের দাদী সুকুমারী দাস (১০৫), স্বামী মৃত কর্ণধর দাস এবং বড়’মা মানোদা দাস (৫৬), স্বামী মতিন দাস (চিলা)।
এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নীলফামারী সদর উপজেলার নীলফামারীর উপশহর নটখানা দক্ষিণ দাস পাড়ায়।
জানা যায়, সুকুমারী গতকাল সন্ধ্যায় হঠাৎ অসুস্থ হলে তাকে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান এবং তার লাশ বাসায় আনার পক্রিয়া শেষ হতে না হতেই বাসায় থাকা ক্যান্সারে আক্রান্ত বৌ মা মানোদা ও মারা যান। উল্লেখ্য মানোদা বিগত ২ বছর ধরে ক্যান্সার রোগে ভুগছিলো। মারা যাওয়ার পূর্বে সুকুমারীর একটি ছেলে ও একটি মেয়ে আর মানোদার এক ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
মর্মান্তিক ও আকস্মিক এ মৃত্যু ঘটনায় শোক জানিয়েছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএ) এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান, সি. ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম মল্লিক, মহাসচিব সুমন সরদারসহ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এক শোক বার্তায় তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
Leave a Reply