সেবা ও উন্নতির দক্ষ রুপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার
এরই ধারাবাহিকতায় দিনাজপুরের বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে, আজ থেকে ১৭/১৮/১৯ সেপ্টেম্বর ২০২৩ইং (তিন) দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা-২০২৩ উদযাপিত হয়েছে।
তবে এবারে হয়েছে বিভিন্ন ধরনের আয়োজন, আজ ১৭ সেপ্টেম্বর বেলা ১০ ঘটিকায় র্যালি, উপজেলা পরিষদ চত্বরে, বেলা ১০:৩০ ঘটিকায় আলোচনা সভা, উপজেলা অডিটোরিয়ামে। উপজেলা পরিষদ চত্বরে মেলা চলাকালীন সময়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড উপস্থাপন, তাৎক্ষনিক সেবা প্রদান।
উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রদর্শনী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হয়, এতে অংশ গ্রহণ করেন বিরামপুর থানা, কৃষি অফিস, শিক্ষা অফিস, নির্বাচন অফিস, সিনিয়র মৎস্য কর্মকর্তার কার্যালয় সহ উপজেলার বিভিন্ন দপ্তর।
এসময় বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে, উপজেলা একাডেমি সুপারভাইজার আব্দুস সালামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন দিনাজপুর ৬ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ শিবলী সাদিক এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিরামপুর পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি শিবেস কুমার কুন্ডু, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুব্রত কুমার সরকার, মাধ্যমিক শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাস্টার সহ উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় স্কুলের ছাত্র শিক্ষক গন।
এ সময় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়নের দৃশ্য তুলে ধরেন।
১৯/০৯/২৩ বিকাল ৩ ঘটিকায় সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে
Leave a Reply