দিনাজপুরের বিরামপুরে কচুর বাম্পার ফলন পেয়েছেন কৃষকরা। চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও জমি চাষের উপযোগী হওয়ার কারণে দিনাজপুরের বিরামপুর কচু চাষে বেশ ভালো ফলন পেয়েছেন চাষিরা। অন্যান্য ফসলের তুলনায় কচু চাষে লাভ ভালো পাওয়ায় কচু চাষে ঝুঁকছেন তারা। সবকিছু ঠিক থাকলে কচু বিক্রি করে লাভের আশা করছেন কৃষকরা।
সম্প্রতি বিরামপুর পৌরসভার বালু পাড়া গ্রামের কৃষক আব্দুল লতিফ তার জমিতে এই কচু চাষ করে পুরোপুরিভাবে সফলতা অর্জন করেছেন। কচুর ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী তিনি। এই অভিজ্ঞতাটুকু অর্জনের পর তিনি কৃষকদের পরামর্শ দিচ্ছেন ভাবনাহীন সফল চাষ হিসেবে এই কচুকে নির্বাচিত করার জন্য।
আব্দুল লতিফ বলেন, আমি ১০ শতক জমিতে প্রায় এক সহস্রাধিক কচুর চাষ করে সব খরচ বাদ দিয়ে প্রায় ৫০ হাজার টাকা লাভ করেছি। এতে খরচ হয়েছে মাত্র ৮-১০ হাজার টাকা। এটি উচ্চফলনশীল জাতের। কম খরচে বেশি লাভ করা সম্ভব।
কচু চাষের জমিতে সার প্রয়োগ হিসেবে বলেন, গোবর সারের পাশাপাশি ইউরিয়া, টিএসপি, এমওপি এগুলো দিয়েছি। এর ফলে গাছের যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হয়ে মোটাতাজা হয়। দেখতে হৃষ্টপুষ্ট লাগে। অন্য সবজির মতো খুব বেশি যত্ন করতে হয় না। বেশি পরিমাণে গোবর অর্থাৎ জৈব সার দেওয়ায় কচু খেতে সুস্বাদু লাগবে।
বিরামপুর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফিরোজ আহমেদ জানান, আমদের ভোক্তা শ্রেণির মধ্যেও কচুর ব্যাপক চাহিদা রয়েছে। কৃষকদেরকে এই ফসলটি চাষ করতে আমরা উদ্বুদ্ধ করি। এতে কম পরিশ্রমে লাভ বেশি পাওয়া যায়।
Leave a Reply