দিনাজপুর জেলার বিরামপুরে উপজেলা পর্যায়ে ২০২২-২৩ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই) বিরামপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুজহাত তাসনীম আওন এর সভাপতিত্বে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০২২-২৩ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, বিরামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আদিত্য কুমার অপু,বিরামপুর উপজেলা শিক্ষা অফিসার শমসের আলী মন্ডল,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিনারা বেগম,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোশারত জাহান, বিরামপুর থানার তদন্ত অফিসার মমিনুল, বিরামপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরমান হোসেনসহ অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন বিরামপুর কলোনিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ মামুন।
Leave a Reply