দিনাজপুর বিরামপুরে ৪৫ হাজার টাকার জাল নোটসহ সাহাজুল ইসলাম (২২) নামে এক প্রতারককে আটক করা হয়েছে।
শনিবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১১ টার দিকে পৌরশহরের দোশরা পলাশবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক সাহাজুল ইসলাম বিরামপুর উপজেলার উত্তর কাদিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। এসময় জাল নোট প্রতারক চক্রের এক সদস্য থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পলাতক আসামী উপজেলার আঠারোজানি গ্রামের মৃত: আবুল কাশেম এর ছেলে নজরুল ইসলাম।
পুলিশ জানায়, গোপনে সংবাদের ভিত্তিতে পৌরশহরের দোশরা পলাশবাড়ী এলাকার জৈনক জব্বার চৌধুরী এর বসতবাড়ী সংলগ্ন মুদী দোকানের সামনে অভিযান চালায় বিরামপুর থানা পুলিশ। সেখান থেকে সাহাজুল ইসলাম’কে আটক করা হয়। পরে তার পরিহিত প্যান্টের বাম পকেট তল্লাশি চালিয়ে ৪৫ হাজার ১০০০ টাকার জাল নোট জব্দ করা হয়। যার প্রত্যেকটিতে বঙ্গবন্ধুর ছবি সম্বলিত এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দায়িত্বে প্রবর্তিত গর্ভনর ফজলে কবির এর স্বাক্ষর আছে।
বিরামপুর থানার এসআই মো. এরশাদ মিয়া জানান, আটকৃত আসামী’কে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে সে তার এবং পলাতক আসমীর নাম, ঠিকানা প্রকাশ করে এবং পলাতক আসামীর সঙ্গে তার দীর্ঘদিন যাবৎ যোগাযোগ ও বাংলাদেশী জাল নোট/ কারেন্সী নোট খাঁটি হিসেবে সাধারণ মানুষের কাছে চালানোর কথা স্বীকার করে।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকার জানান, আটকৃত আসামীর বিরুদ্ধে বিরামপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রজু করা হয়েছে। আকটকৃত আসামী’কে আগামীকাল জেল হাজোতে পাঠানো হবে।
Leave a Reply