দিনাজপুরের বিরামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৪ সেপ্টেম্বর দুপুর থেকে উপজেলার বিভিন্ন মহল্লা, ইউনিয়ন ও এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মিরা দলীয় ব্যানার, ফেষ্টুন ও জাতীয় পতাকাসহ শ্লোগান নিয়ে বিরামপুর বিএনপি মোড় উপজেলা দলীয় কার্যালয়ে এসে মিলিত হয়।
বিকেল পাঁচটায় দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপি,র সভাপতি মিঞা মোঃ শফিকুল ইসলাম মামুন এঁর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি এ্যাডভোকেট মাহাবুব হোসেন।
বিশেষ অতিথি থেকে বক্তব্য করেন, জেলা যুবদলের সভাপতি ও রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোন্নাফ মুকুল, জেলা বিএনপি,র সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ও আনিসুর রহমান বাদশা, সহ-সভাপতি তোশাদ্দেক হোসেন তোশা, উপজেলা বিএনপি,র সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, সাংগঠনিক সম্পাদক নৃর এ আলম নূরা, উপজেলা যুবদলের আহবায়ক শাহিনুর রহমান শাহিন প্রমুখ।
আলোচনা শেষে উপজেলা বিএনপি’র সাবেক সাধান সম্পাদক কমর সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত ত্যাগী নেতা-কর্মীদের রূহের মাগফেরাত সহ বিএনপি’র সভানেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও তারুণ্যের প্রতিক তারেক রহমানের সর্বাঙ্গীন মঙ্গল কামনায় দোয়া শেষে উপস্থিত সকল নেতা-কর্মীবৃন্দ উপজেলা দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের করে উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ শেষে দলীয় কার্যালয়ে এসে শেষ করেন।।
Leave a Reply