কয়েকদিনের ভারী বৃষ্টিতে দিনাজপুরের বিরামপুর উপজেলা সহ ৪ নং দিওড় ইউনিয়নের বাঁশবাড়িয়া সরকারি আবাসন প্রকল্পের ঘরবাড়ি এবং বাঁশবাড়িয়া গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ি ভারী বৃষ্টিতে ও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ২৪ শে সেপ্টেম্বর রবিবার উক্ত উপজেলার খবর পেয়ে স্থানীয় জাতীয় সংসদ সদস্য শিবলী সাদিক এমপি মহোদয়ের পক্ষ থেকে কাটলা ইউপি চেয়ারম্যান ইউনুস আলী সরকারি ৫ টি আবাসন প্রকল্পের ঘরবাড়ি মালিকদের মাঝে নগদ পাঁচ হাজার টাকা বিতরণ সহ বাঁশবাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্ত ২৩ টি ঘরবাড়ি মালিকদের মাঝে আর্থিক সহায়তা বাবদ নগদ পাঁচ হাজার টাকা বিতরণ করেন এবং দিনাজপুর জেলা প্রশাসক জনাব মোঃ শাকিল আহমেদ মহোদয়ের পক্ষ থেকে বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন ক্ষতিগ্রস্ত সরকারি আবাসন প্রকল্পের পাঁচটি ঘরবাড়ি মালিকদের মাঝে আর্থিক সহায়তা বাবদ নগদ ৩০০০ টাকা ও দুই বান্ডিল ঢেউটিন এবং বাঁশবাড়িয়া গ্রামের ক্ষতিগ্রস্ত ২৩ টি ঘর বাড়ি মালিকদের মাঝে আর্থিক সহায়তা বাবদ তিন হাজার টাকা সহ দুই বান্ডিল ঢেউটিন সহ শুকনো খাবার ৩০ কেজি চালসহ বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের চেয়ারম্যান রহমত আলী, বিরামপুর উপজেলা যুবলীগের সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রাজু, উপজেলা যুবলীগের সহ দপ্তর সম্পাদক এহসানুল হক, বিরামপুর ছাত্রলীগের যুগ্নু সাধারণ সম্পাদক মুরাদ হোসেন সহ স্থানীয় সুধীজন সহ আরো অনেকে।
উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন, অত্র উপজেলায় কয়েকদিন থেকে ভারী বৃষ্টি বাদল সহ ঝড় হচ্ছে। অত্র উপজেলার দিওড় ইউনিয়নের সরকারি আবাসন প্রকল্পের কয়েকটি ঘরবাড়ি সহ বাঁশবাড়িয়া গ্রামের বেশ কয়েকটি ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায়, স্থানীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোঃ সাদিক এমপি মহোদয়ের পক্ষ থেকে এবং দিনাজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক মহাদয়ের পক্ষ থেকে তাদের পরিবারকে আর্থিকভাবে সহায়তা সহ অন্যান্য উপকরণসহ বিতরণ করা হয়েছে।
Leave a Reply