বিরামপুরে সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় রফিকুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। রোববার রাতে দিনাজপুর শহরের ধানহাটি মোড়ে ঘটে এ দুর্ঘটনা।
ঘটনার পর প্রথমে বিরামপুর স্বাস্থ্য কমপ্রেক্সে প্রাথমিক টিকিৎসা দিয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত ১২টার দিকে তিনি মারা যান।
নিহত রফিকুল ইসলাম পৌর এলাকার সারাঙ্গপুর গ্রামের নজিমদ্দিন ওরফে বাটুর ছেলে। রোববার রাতে বাড়ি ফেরার সময় শহরের ধানহাটি মোড়ে সিএনজি অটোরিকশার ধাক্কায় আহত হন তিনি।
স্থানীয় ৬নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ন কবীর মিলন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রফিকুল ইসলাম তার বাড়ি থেকে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটেছে। প্রথমে তাকে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক টিকিৎসার দেওয়ার পর দিনাজপুর
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাত ১২টার দিকে তিনি মারা যান।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, সড়ক দুঘটনায় পৌর শহরের সারঙ্গপুর গ্রামের রফিকুল ইসলাম নামের একজন মারা গেছে। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
Leave a Reply