ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষনিক ভাবে স্বাভাবিক প্রসব সেবা জোরদার বিষয়ক অবহিত করণ কর্মশালা বুধবার (২০ এপ্রিল) বিরামপুর উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।এমসিএইচ সার্ভিসেস ইউনিট দিনাজপুরের ব্যবস্থাপনায় এবং বিরামপুর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে ইউএনও পরিমল কুমার সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-৬ আসনের
এম,পি শিবলী সাদিক। বিশেষ অতিথি ছিলেন, বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডাঃ মাহমুদুর রহমান, রংপুর বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, দিনাজপুরের উপ-পরিচালক মমতাজ বেগম, কন্সালটেন্ট ডাঃ খাদিজা নাহিদ ইভা, ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, উপজেলা স্বাস্থ্য ও প:প:
কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার রায়, মেডিকেল অফিসার ডাঃ তাহেরা খাতুন, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন এবং মূখ্য আলোচক
ছিলেন, মাতৃস্বাস্থ্য বিভাগের উপ-পরিচালক ডাঃ জাহাঙ্গীর আলম।
Leave a Reply