(১৮ সেপ্টেম্বর) সোমবার সন্ধ্যা ৭:৩০ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে এবং বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকারের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে একজন মাদক ব্যবসায়ীকে ১৫০(একশত পঞ্চাশ) এ্যাম্পল মাদকদ্রব্য সহ আটক করা হয়েছে।
আটককৃত মাদক কারবারী সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদর থানার রহমতগঞ্জ গ্রামের লতিফের ছেলে মাসুদ রানা (২৫)।
বিরামপুর থানার সিনিয়র উপ- পরিদর্শক শাহিন শেখ জানান, বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার সরকারের নির্দেশে বিরামপুরের ঘাটপাড় বড় ব্রিজ সংলগ্ন সেখানে গিয়ে আমি সহ সঙ্গীও ফোর্স এবং সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি ওই পথ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিলেন তাকে দাঁড়ানো করা হলে এবং সার্চ করলে তার শরীর থেকে ফিটিং অবস্থায় ১৫০(একশত পঞ্চাশ) এ্যাম্পল মাদকদ্রব্য সহ আটক করি এবং তাকে থানায় আনা হয় পরবর্তীতে তার নামে মামলা রেকর্ড হয়েছে। বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, সুনির্দিষ্ট তথ্য দিন সেবা নিন, বিরামপুর থানার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন।
Leave a Reply