দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চাঁদপুর মহল্লার দক্ষিণ পাড়ার কাঁচা রাস্তা কি দীর্ঘদিন ধরে জনগণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। গতকাল বুধবার সকাল ১১ টায় পৌর মেয়র আক্কাস আলী দ্রুতগতিতে পৌরবাসীর প্রতিশ্রুতিতে উক্ত রাস্তাটি সিসি ঢালাই এর কাজের শুভ উদ্ধোধন করেন।
এসময় ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন,বিরামপুর পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী আবু সোয়েব মোঃ সজল, কার্য্য সহকারী মনিরুজ্জামান,ব্যবসায়ী আব্দুর রাজ্জাক ও এরশাদুল রহমান,স্থানীয় সুধীজন,গণ্যমান্য ব্যক্তিবর্গসহ উপস্থিত ছিলেন।
রাস্তার কাজ উদ্বোধনকালে পৌর মেয়র আককাস আলী বলেন- জননেত্রী শেখ হাসিনা ও স্থানীয় মাননীয় সংসদ সদস্য শিবলী সাদিক মহোদয়ের দিক নির্দেশনায় বিরামপুর পৌরসভার উন্নয়নের কাজ এগিয়ে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে বিরামপুর পৌরসভার চাঁদপুর মহল্লার রাস্তা সিসি ঢালাই কাজের উদ্ধোধন করা সম্ভব হয়েছে। উক্ত রাস্তার কাজ উদ্বোধন শেষে পৌর মেয়র বলেন পৌরসভার মধ্যে যে সকল কাঁচা রাস্তা রয়েছে তা পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে
Leave a Reply