(৫ই সেপ্টেম্বর) সোমবার বৈকাল ৫ ঘটিকায় দিনাজপুরের বিরামপুর পৌরসভা পরিদর্শনে আসেন , দিনাজপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ শাকিল আহমেদ, এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা সহ অভিনন্দন জ্ঞাপন করেন, বিরামপুর পৌরসভার সুযোগ্য মেয়র অধ্যক্ষ আককাস আলী ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম বানু, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল, পৌর মহিলা সংরক্ষিত ১২৩ ওয়ার্ড কাউন্সিলর বুলবুলি বেগম, পৌর মহিলা সংরক্ষিত ৭৮ ৯ ওয়ার্ড কাউন্সিলর নাজনীন আক্তার, পৌর ১ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মান্নান মন্ডল, পৌর ২ নং ওয়ার্ড কাউন্সিলর নুর আলম, পৌর ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রভাষক মোজাম্মেল হোসেন, পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন, পৌর ৬ নং ওয়ার্ড কাউন্সিলর হুমায়ুন কবির মিলন, পৌর ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন চৌধুরী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, উপসহকারী প্রকৌশলী বিপাশা রায়, প্রশাসনিক কর্মকর্তা কামাল ,সহকারী হিসাব রক্ষক রায়হান কবীর চপল, সহ সকল কাউন্সিলর বৃন্দ সকল পৌর কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এ সময় জেলা প্রশাসক জনাব মোঃ শাকিল আহমেদ অত্র পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় কালে তিনি পৌরসভার সকল বিষয়ের খোঁজখবর নেন ও সন্তোষ প্রকাশ করেন এবং পৌর মেয়র মহোদয় কে ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply