নোয়াখালীর চাটখিল-সোনাইমুড়ী তার নির্বাচনী এলাকায় আগামী ৭ তারিখে বর্তমান সরকারের পছন্দের নির্বাচন কমিশনের পাতানো একদলীয় ডামী নির্বাচন বয়কট ও বর্জন করার জন্য জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-১ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন।
গতকাল সকালে চাটখিলে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে কেন্দ্রীয় কর্মসূচি পালনের জন্য জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে। এই সময় তিনি দুটি পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, সারাদেশে কোথাও ভোটের আমেজ নেই। বর্তমান নির্বাচন কমিশনের পাতানো নির্বাচন সারা বাংলাদেশের জনগণ আগামী ৭ তারিখে প্রত্যাখ্যান করবে। এই কমিশন দেশের জনগণের ট্যাক্সের কোটি কোটি টাকা নষ্ট করেছে । এ পাতানো নির্বাচন নামের নাটক দেশকে গভীর সংকটে নিমজ্জিত করবে। দেশে বিদেশে নির্বাচনের প্রহণ যোগ্যতা পাবেনা।
খোকন আরো বলেন সরকারদলীয় লোকজনের সিন্ডিকেটের কারণে সারা দেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি। জনগন ঠিকমতো খেতে পারে না। এখনো সময় আছে এই পাতানো নির্বাচন বন্ধ করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ মূলক নির্দলীয় তত্ত¡াবধায়ক সরকারের অধীনে নতুন তফসিল ঘোষণা করুন। দেশের ১৮ কোটি জনগণ যেনো ভোট কেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দিতে পারে। আমার ভোট আমি দিবো, যাকে খুশি তাকে দিব সেই রকম নির্বাচনে দাবি জানান।
লিফলেট বিতরণের কালে উপস্থিত ছিলেন, চাটখিল পৌরসভা বিএনপির আহবায়ক সামছুল আরফিন শামিম, সদস্য সচিব আহছানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলা উদ্দিন ভূঁইয়া, মিজানুর রহমান, উপজেলা শ্রমিকদলের সদস্য সচিব মাসুদ হাজী সহ উপজেলা ও পৌরসভা বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে ব্যারিস্টার মাহবুব খোকন তার নির্বাচনী এলাকায় কয়েকজন দলীয় নেতা কর্মীর কবর জিয়ারত করেন।
Leave a Reply