রক্ত দান করি, সুস্বাস্থ্য পৃথিবী গড়ি”এ প্রতিপাদ্যে
বিশ্ব রক্তদাতা দিবস ১৪ই জুন -২০২৩ইং উপলক্ষ্যে আগামীকাল সকাল দশটায় নোয়াখালীর জেলা শহর মাইজদীতে সামাজিক সংগঠন বন্ধু মহল ব্লাড ডোনার নোয়াখালী, ড্রীম লাইট অব হেল্প সেন্টার, আলোর দিগন্ত মানব কল্যাণ সংগঠন এবিও ব্লাড ফাউন্ডেশন এবং নিঝুম ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় আয়োজন করা হবে “বর্ণাঢ্য র্যালি”। বর্ণাঢ্য র্যালিটি ডিসি অফিসের সামনে থেকে বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে এক আলোচনা সভায় পরিপূর্ণ হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দরা।
এছাড়া বিশেষ ভাবে অংশ নিবে,নোয়াখালী ব্লাড ফাইটার্স,মানবিক ব্লাড ফাউন্ডেশন, জাগ্রত একতা যুব সংঘ। সংগঠনের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মীরা জানিয়েছেন -আমরা সকল রক্তদাতাদের, রক্তযোদ্ধাদের, স্বেচ্ছাসেবী এবং সাধারণ জনগণ কে আমন্ত্রণ জানিয়েছি।
Leave a Reply