বুয়েটের চূড়ান্ত ভর্তি পরীক্ষায় ফেনী গার্লস ক্যাডেট কলেজের ১২ তম ব্যাচের ৬ জন ক্যাডেট মেধাতালিকায় স্থান করে নিয়েছে। তন্মধ্যে ক্যাডেট মুহাসিনা(ক্যাডেট নম্বর ৬০৩)তৃতীয় হবার গৌরব অর্জন করেছেন। মুহাসিনা ছাড়াও এই তালিকায় আছে ক্যাডেট সানজানা,ক্যাডেট কহনা,ক্যাডেট জান্নাতুল,ক্যাডেট জায়না,ক্যাডেট মেহজাবিন। ফেনী গার্লস ক্যাডেট কলেজের অধ্যাপক মিজান বিন মজিদ বলেন -বুয়েটের মতন প্রতিষ্ঠানের বিতর্কমুক্ত ও অত্যন্ত কঠিন এই পরীক্ষায় ফেনীর ক্যাডেটদের সাফল্যে আমরা যারপরনাই খুশি। মু্হাসিনাসহ ক্যাডেটদের জন্য আমাদের আন্তরিক অভিনন্দন।
বুয়েট ও ডিএমসির মেধাতালিকা প্রকারান্তরে দেশের মেধাতালিকাই! ভর্তি পরীক্ষা সংক্রান্ত কোচিং ক্লাস করানোর অভিজ্ঞতা থেকে জানি,এই পথ কী পরিমাণ বন্ধুর ও চ্যালেঞ্জিং। বিশেষ করে বুয়েটে মেয়েদের সাফল্য খুব উজ্জ্বল নয়! আমাদের ভুবনকে আনন্দময় করে দেয়ার জন্য যারা কাজ করেছেন মু্হাসিনাদের নেপথ্যে সেইসব মানুষদের শ্রদ্ধা জানাই।
Leave a Reply