নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আলোচিত রয়েল গ্রুপের সেকেন্ড-ইন কমান্ড মো.ইমন হোসেন ইছা আলমকে (২০) অস্ত্রসহ আটক করেছে পুলিশ। একই সাথে পুলিশ আরো দুই কিশোর গ্যাং সদস্যকে আটক করে।
মঙ্গলবার দুপুরে বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান সিকাদার গ্যাং লিডার ইমনকে অস্ত্রসহ এবং দুই কিশোর গ্যাং সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকতৃ মো.ইমন হোসেন ইছা আলম বেগমগঞ্জ উপজেলার দক্ষিণ নাজিরপুর গ্রামের বাবুল হোসেন নুর মিযার ছেলে এবং অপর দুই কিশোর গ্যাং সদস্য হলো- উপজেলার মধ্যম নাজিরপুর গ্রামের মৃত ফজলুল হকের ছেলে নুর হোসেন জাবেদ (২৪) ও পৌর হাজীপুর এলাকার মৃত আব্দুল কাদেরের ছেলে আব্দুর রহমান রুবেল।
দেশব্যাপী আলোচিত বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার পর পরই বেগমগঞ্জের রয়েল বাহিনীর প্রধান পৃষ্ঠপোষক মুজাহিদপুরের আবদুল মন্নানের ছেলে সাহাব উদ্দিনসহ একই এলাকায় কিশোর গ্যাংয়ের এস.এম. রানা ওরপে মেন্টাল রানা, বিপ্লব, রোমন, শাকিল, ইমন, আদর, নোমান, হৃদয়, জাবেদ, সামছু, ফরহাদ, রুনু ইসলাম ও শামীমের নাম দিয়ে এবং তাদের অস্ত্র হাতে মহড়া দেয়ার ছবিসহ ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন এলাকাবাসী। এরপরই পুলিশ ওই গ্রুপের সদস্যদের ধরতে মাঠে নামেন
Leave a Reply