নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় একটি মামলার তদন্তে গেলে পুলিশের ওপর হামলা চালিয়েছে স্থানীয় ফুয়াদ বাহিনীর সন্ত্রাসীরা। এঘটনায় বেগমগঞ্জ থানার উপ-সহকারি পরিদর্শক (এএসআই) সাকিদুল ইসলাম আহত হয়েছে। পরে থানার ওসির নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফুয়াদ বাহিনীর প্রধান ফুয়াদ ও তার সহযোগী কফিলকে আটক করে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার আমানউল্যাপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন, আমানউল্যাপুর ইউনিয়নের উত্তর অভিরামপুর গ্রামে আবু হানিফের ছেলে মো. ফুয়াদ হোসেন ও ছিদ্দিক উল্যার ছেলে কফিল উদ্দিন।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে ফুয়াদ বাহিনীর অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ট হয়ে উঠেছে।
বেগমগঞ্জ থানার ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার ঘটনাস্থল থেকে এ তথ্য নিশ্চিত করে জানান, অভিরামপুর গ্রামের মজিবুর রহমান রুবেলের স্কুল পডুয়া ১০ বছরের শিশুকে একই গ্রামের ফুয়াদের নেতৃত্বে বখাটে সন্ত্রাসীরা গত ১৪ অক্টোবর মারধর ও নির্যাতন করে।
ওই ঘটনার বিচার দাবি করে শিশুর বাবা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় পুলিশের এএসআই সাকিবুল ইসলামসহ দুই পুলিশ ঘটনাস্থলে তদন্তে গেলে অভিযোগের সত্যতা পেলে এক পর্যায়ে ফুয়াদ ও কফিলের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালানো হয়। পরে অভিযুক্ত দু’জনকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।
ওসি মুহাম্মদ কামরুজ্জামান শিকদার বলেন, তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত দু’জনকে আটক করা হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply