বেগমগঞ্জ উপজেলার খালিশপুর গ্রামে প্রেমিকার পিতা ও তার ভাইদের হাতে প্রেমিক পারভেজ (২০) খুন হয়েছে। ঘটনাটি ২৩ মার্চ মঙ্গলবার সকালে ঘটেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৩ জনকে আটক করেছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান সিকদার জানান, ছয়ানী ইউনিয়নের খালিশপুর গ্রামে শাহ আলমের মেয়ে স্বপনা (১৮) এর সাথে দীর্ঘদিন ধরে পাশ^বর্তী আলাইয়ারপুর ইউনিয়নের আপ্তারামপুর গ্রামের আবদুর রহিমের পুত্র পারভেজ (২০) এর সাথে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক চলে আসছিল। প্রেমিকার আহ্বানে মঙ্গলবার সকালে খালিশপুর গেলে শাহ আলম ও তার দুই ছেলে মিলে এলোপাথাড়ি কুপিয়ে পারভেজকে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শাহ আলম ও তার দুই ছেলেকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।
Leave a Reply