নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার পেনাকাটা পোল এলাকায় যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে নারী ও শিশুসহ ১৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ১০ জনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (২০ মে) ভোর সাড়ে ৫টায় লক্ষ্মীপুরের মজুচৌধুরীর ঘাট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) যোবায়েরুল হক বলেন, ‘খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও বেগমগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।’
তিনি আরও বলেন, ‘এরা বিভিন্ন জেলা থেকে নদীপথে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটে একসঙ্গে হয়ে ভাড়ায়চালিত মাইক্রোবাসে চট্টগ্রাম যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে চালকের চোখে ঘুম থাকায় মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শুকনো খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে।’
Leave a Reply