শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোঃ নুরুল হক মিয়ার পুত্র বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশিষ্ট সংগঠক মোঃ ওমর ফারুক বাদশা (৫৩) হৃদযন্ত্রের ক্রিয়ায় আক্রান্ত হলে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে রবিবার দুপুরে পথে মৃত্যু বরণ করেছেন (ইন্না ইল্লাহি……..রাজিউন)। তাঁর আকষ্মিক মৃত্যুতে বেগমগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওমর ফারুক বাদশা (৫৩) তিনি অনেক দিন ধরে হার্টের সমস্যায় ভূগছিলেন। কিন্তু রবিবার সকালে হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়ায় আক্রান্ত হলে তাঁকে সাথে সাথে ঢাকায় নেওয়ার পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় তাকে বহনকারী এ্যাম্বুলেন্সে তিনি মারা যায়। মৃত্যুকালে স্ত্রী সাবেক উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান শাহনাজ বেগম ও দুই পুত্র সন্তান সহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর মৃত্যুতে নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ¦ মামুনুর রশিদ কিরণ ও চৌমুহনী পৌরসভার মেয়র আক্তার হোসেন ফয়সল সহ বিভিন্ন মহল তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
Leave a Reply